তুমি বৃষ্টির মতো মায়া,
কারো জীবনে সুখ,
কারো বা হয়ে নেমেছো;
ক্লান্ত ছায়ার দুঃখ।

আমার মতো কেউ ছিলো পাশে?
আছে? থাকবে?
আমি এক ক্ষণজন্ম,
খুঁজলেই পাবে?

যেমন মেঘের আবেগ,
তোমার সুখে ভাসে,
কে হতে পারে কবে,
আমার ক্ষণে পাওয়া আশা?

তবুও আছে শেষ আবেগ,
প্রশ্নের আতঙ্ক হাসিয়ে,
আমি কবিতা লিখি এইভাবে,
আমার সঙ্গে থাকো -
একটু আরও একটু ক্ষণ।

বৃষ্টির মত মায়া - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য