সূর্য ডুবে গেছে, আকাশে আঁকা
লাল-কমলা রঙের আভা,
পাখিরা বেড়ায় বাসার পথে,
শান্ত হয়ে গেছে পৃথিবী।
বিদায় বেলায় সাজে রঙিন পোশাক,
মনটা ভারী, চোখে জল,
হৃদয়ে বেদনা, মুখে হাসি,
সব মিলে এক অদ্ভুত খেলা।
কত কথা বলা হয়নি,
কত কথা রয়ে গেল অমলিন,
হৃদয়ের গভীরে লুকিয়ে আছে,
স্মৃতির বইয়ের পাতায়।
বিদায় বেলায় আসে মর্মবেদনা,
মন চায় থামাতে এই সময়,
কিন্তু নিয়তির ডাক,
টেনে নিয়ে যায় এগিয়ে।
আবারও দেখা হবে,
এই আশায় মন ভরে,
বিদায় বেলায় সাজে,
নতুন করে আশায় ভরে।
বিষণ্ণ বিদায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য