পাখিদের কোনো থার্টি ফার্স্ট’নেই,
তাদের ক্যালেন্ডার গাছে ঝুলে থাকা কুয়াশার ফোঁটা।
শীতের সকালে সূর্যের প্রথম আলো,
জীবনটা তাদের ঘুম আর ডানার মাঝে বাঁধা।
ফানুসের আলো, বাজির শব্দ,
তাদের আকাশে ভাসতে মানা।
তবুও কেন মানুষ এত দম্ভে,
ওদের নীড়ে বুনে দেয় বেদনার গান।
রাত গভীর হলে শহর জেগে ওঠে,
পাখিদের জগত তখন ভাঙতে থাকে।
তারা তো চায় শুধু একটু ঘুম,
তাদের নীড় কেন তবে শঙ্কায় কাঁপে?
দেশটা মানুষের, তবে পাখিদেরও,
গাছের পাতায় লেখা আছে তাদের ইতিহাস।
তাদের জীবনও এই মাটির গল্প,
তাদেরও আছে স্বপ্নের আশ্রয় আশ।
তাই থামাও সব কোলাহল, শব্দের বাজি,
শান্তি ফিরুক গাছের ডালে, নীড়ের সাজে।
পাখিদের কোনো থার্টি ফার্স্ট’নেই,
তাদের ঘুমাতে দিন, ওরাও এই দেশেরই।
পাখিদের কোনো থার্টি ফার্স্ট’নেই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য