তোমার সাথে আমার দেখা হোক
অচেনা রাস্তা চিরচেনা হোক।
যুদ্ধ শেষে উদ্যানে আবারও প্রেম হোক
শুষ্ক ঠোঁটে আবারও প্রেমের গোলাপ ফুটুক।

আলিঙ্গন, চুম্বনে হৃদয় ভরে উঠুক
নস্টালজিক ভাবনায়।
তোমার সাথে আবার আমার দেখা হোক।

এসো মেহবুবা হৃদয় মাজারে এসো
তোমাকে পেলেই হবে উরশ।
কতকাল পাশাখেলা হয়নি;
প্রতিক্ষায় আমি।

তোমার সাথে আমার দেখা হোক
কৃষ্ণচূড়ায় আবারও ফুল ফুটুক
হয় প্রেমের নয় বিপ্লবের।
বিপ্লবোত্তর মিছিলে -
তবুও তোমার আমার দেখা হোক।

বিপ্লবে প্রেম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য