বিদায় বেলা এসেছে, চলে যেতে হবে,
হৃদয়ে বেদনার ঝড়, চোখে জল।
এই কলেজ প্রাঙ্গণ, স্মৃতির বীণা বাজে,
হাসি-কান্নার সুরে, মন ভরে উঠে।
কত দিন কেটে গেল, এই কলেজে পড়ে,
বন্ধুদের সাথে, কত খেলা করে।
শিক্ষকদের পাঠ, পরীক্ষার ভয়,
সব মিলিয়ে এক সুন্দর জীবন ।
আজ সেই সব স্মৃতি, মনে পড়ে আসে,
চোখে জল চলে আসে, বুকে ব্যথা হয়।
বিদায় জানাতে হয়, এই প্রিয় প্রতিষ্ঠানকে,
মন ভারাক্রান্ত , স্মৃতির ধূসর।
তবুও জানি, জীবনে এগিয়ে যেতে হবে,
নতুন লক্ষ্য নিয়ে, এগিয়ে যেতে হবে।
এই কলেজের স্মৃতি, মনে নিয়ে যাবো সবদা,
এই কলেজ, আমার পথপ্রদর্শক।
বিদায় বেলা এসেছে, চলে যেতে হবে,
হৃদয়ে বেদনার ঝড়, চোখে জল।
এই কলেজ প্রাঙ্গণ, স্মৃতির বীণা বাজে,
হাসি-কান্নার সুরে, মন ভরে উঠে।
শুভকামনা রইল, এই প্রিয় প্রতিষ্ঠানের জন্য,
উন্নতি আরও হোক, এগিয়ে যাক।
বিদায়বেলায় সাজ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য