বিদায় বেলার সাজে মুখ,
নিজের আঁখি পায় না দেখতে।
যদিও দেখে, তবে দূর থেকে,
এই অশ্রুজল ভরা মাটিতে।

কাছের মানুষগুলো সাজিয়ে,
নিথর দেহকে রাখে কবরে-
নয়তো দেয় জ্বালিয়ে অগ্নিতে!
আগুন জ্বলে, ধোঁয়া ওঠে,
কিন্তু মনে হয় না যেন শেষ।

স্মৃতিগুলো ভেসে ওঠে,
চোখে জ্বলে অশ্রুর ফেষ।
বিদায় বেলার এই সাজ,
হৃদয় ভেঙে দেয় ছিন্নভিন্ন।

যে মানুষ ছিলো পাশে,
আজ সে চলে গেল চিরতীন।
কত কথা বলা হয়নি,
কত ভালোবাসা দেওয়া হয়নি।

বিদায় বেলায় অদ্ভুত যোগ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য