মনের ভেতর গান গেয়ে,
ভালোবাসার আবেশ ছড়িয়ে দিলাম।
হৃদয়ের স্পন্দনে,
সুরের তাল মিলায়ে,
সবার মাঝে ভালোবাসা,
বিতরণ করে গেলাম।
ফুলের সুবাসে মাতোয়ারা,
প্রকৃতির কোলে,
ভালোবাসার বীজ বুনে,
নতুন প্রাণের সৃষ্টি করলাম।
দুঃখী মানুষের মুখে,
হাসি ফুটিয়ে,
ভালোবাসার আলো জ্বালালাম।
ভেদাভেদ ভুলে,
সবাইকে এক করে,
ভালোবাসার বন্ধনে,
আঁকড়ে ধরলাম।
মনের আকাশে,
ভালোবাসার রঙে,
স্বপ্নের রাঙা রাঙিয়ে,
নতুন জীবনের সূচনা করলাম।
ভালোবাসার আবেশ ছড়িয়ে দিলাম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
Spreading the Passion of Love
Singing songs in my heart,
I spread the passion of love.
With the beat of my heart,
Matching the rhythm of the melody,
I distributed love
To everyone.
Intoxicated by the fragrance of flowers,
In the lap of nature,
Sowing the seeds of love,
I created new life.
On the faces of the sad people,
Bringing smiles,
I lit the lamp of love.
Forgetting all differences,
Uniting everyone,
In the bond of love,
I held them tight.
In the sky of my mind,
With the colors of love,
Painting the dream,
I started a new life.