জানালার পাশেই ছিল সকল ঐশ্বর্য আর লাবণ্য,
নীরব বাতাসে ভেসে আসা ঘ্রাণ।
সবুজের ছোঁয়ায় প্রকৃতির মাধুর্য,
তোমার অজান্তে সাজিয়ে রেখেছিল রঙিন খামে কথার ধ্বনি।

তবু তুমি জানালাই খুললে না!
জীবনের পাতা উল্টে দেখলে না
আলো আর ছায়ার লুকোচুরি।
তুমি থাকলে তোমার অন্তরে বন্দি,
প্রকৃতির ডাকে কখনো দিলে না সাড়া।

জানালার ঐপারে সূর্যাস্তের ছোপ
বুনে যেত প্রেমের গল্প,
তোমার ছোঁয়ায় পূর্ণ হতে চেয়েছিল
বাতাসের উষ্ণতা।

তুমি জানালাই খুললে না!
এখনও পড়ে আছে
রঙিন খামে রোদ্দুরের গল্প,
কোনো এক অপেক্ষার সুর।
শুধু একবার জানালা খুলে দেখো,
সকল ঐশ্বর্য আর লাবণ্য তোমারই ছিল।

জানালার ওপারে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য