বেলী মেয়ের একটা ভাঙা বাড়ি,
কোনো কিছুই তার নাই।
সারাদিন অন্যর বাড়ি কাজ করে,
একা পেট চালায়।
ঝড়ের রাতে সেই ভাঙা বাড়ি,
ভেঙে চুরমার হল।
বেলী মেয়ে রাতের আঁধারে,
একা পথে বের হল।
কোথায় যাবে, কী করবে,
কোনো ঠিকানা নাই।
একটা ছোট্ট পুঁটলি মাথায়,
হাতে ছোট্ট কাঠি।
বেলী মেয়ে হেঁটে চলেছে,
অন্ধকার রাস্তা দিয়ে।
তার চোখে জল,
হৃদয়ে কষ্ট।
কতক্ষণ হেঁটেছে,
কতটা রাত কেটেছে,
সে জানে না।
শুধু জানে,
তার ভাঙা বাড়ি আর নেই।
একদিন বেলী মেয়ে,
একটা ছোট্ট গ্রামে পৌঁছল।
গ্রামের মানুষ তাকে দেখে,
খুবই ব্যথিত হল।
বেলী মেয়ের ভাঙা বাড়ি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য