যখন বিষন্নতায় ভরে গেছে মন,
যখন কেউ দেখে না আগের মত,
যখন মনের ভিতরে থাকা শব্দগুলো হয় না কবিতা।

যখন অপ্রাপ্তি আর বিষণ্ণতায় ভরা মনের প্রতিটি কণা,
যখন ভাবছো বাচাঁর নেই প্রয়োজন-
যখন প্রিয় তমার দেয়া ব্যাথা  কুরে খাচ্ছে মস্তিষ্ক

হূদয়ে গোপন হাহাকার,
অবহেলা আর অবজ্ঞায় চুরমার হয়ে গেছে মন
তখন  ভাবছো বাচাঁর নেই প্রয়োজন !

এসব ভ্রান্ত ধারণা, সব ভুল
হে তরুণ ঘুরে দাঁড়াও
তোমার দিকে তাকিয়ে আছে বিশ্ব ।

দেখো-
তুমিই পারবে  হ্যাঁ  তুমিই পারবে
তোমাতেই হবে জয় ।


বেলা ফুরাবার আগে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য
আমাকে জানুন - https://shahinur.amadersomaj.com