হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি,  
তোমাকে ছেড়ে আসার আগে,  
নিজেকে বসিয়েছি ভাবনার গোল টেবিলে,  
কত শত প্রশ্ন, কত অসমাপ্ত উত্তর!  
বুঝাতে হয়েছে নিজেকে, বুঝাতে হয়েছে মনকে,  
তোমাকে ছেড়ে আসা মানে শুধু দূরে যাওয়া নয়,  
এ এক ধ্রুপদী যুদ্ধ,  
যেখানে প্রতিটি পদক্ষেপে হেরে যেতে হয় নিজেকেই।

ভালোবাসা হুট করে হয়,  
কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না,  
যায় না ভুলে ফেলা,  
প্রতিটি স্মৃতি যেন শ্বাস ফেলে বুকের ভেতর।  
তোমাকে ছেড়ে আসার এই গল্প,  
তা সহজ নয়,  
তুমি ছিলে জীবনের এক সুন্দর অধ্যায়,  
কিন্তু কোনো এক কঠিন অধ্যায়ের শুরুতেই  
আমাকে ফিরতে হয়েছে একা, নিঃশব্দে।

ভালোবাসা রয়ে গেছে কোথাও,  
কিন্তু সময়ের সাথে,  
ভুলে যেতে শিখেছি কষ্টের গান।  
তবু, হঠাৎ করে ছেড়ে আসিনি তোমাকে,  
আসার আগে, ভাঙতে হয়েছে নিজেকে বারবার,  
তুমি ছিলে হৃদয়ের ছায়া,  
তবু জীবনের রোদের তাপে পুড়তে পুড়তেই  
ফিরতে হয়েছে একাকীত্বের পথে।