বেদনারও কলি তুমি,
সুখেরও সুর তুমি,
জীবনের রঙ্গমঞ্চে,
অভিনেত্রী তুমি।

কখনো হাসির ঝলকানি,
কখনো অশ্রুর ঝর্ণা,
কখনো মধুর গান,
কখনো বেদনার বেদনা।

তোমার স্পর্শে জাগে,
হৃদয়ের স্পন্দন,
তোমার দৃষ্টিতে ভাসে,
জীবনের প্রতিফলন।

তুমি জীবনের সঙ্গী,
তুমি স্বপ্নের রানী,
তোমার ছাড়া শূন্য,
জীবনের প্রান্তর।

বেদনারও কলি তুমি,
সুখেরও সুর তুমি,
জীবনের রঙ্গমঞ্চে,
অভিনেত্রী তুমি।

বেদনারও কলি তুমি  - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য