উন্মাদ কবি জেগেছে আজি
অধিকার করিতে আদায়।
শুনেছে কবি আঠারো কোটি জনগণের অধিকার -
হরণ করেছে সরকার।
হুশিয়ার, হুশিয়ার কলম যোদ্ধার হুশিয়ার!
উন্মাদ কবি জেগেছে আজি
অধিকার করিতে আদায়।
ভেঙে ফেলো ঐ রাষ্ট্র যন্ত্র
যা অধিকার আদায়ে তাক করে নল
করে রক্তাক্ত! রঞ্জিত হয় বিদ্যাঅঙ্গন।
দেখো, জেগেছে কবি, জেগেছে আজ
অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে।
কলমের আঘাতে ভেঙে দাও যত জাল,
সত্যের পথে, ন্যায় প্রতিষ্ঠার পথে।
শোষিতের ক্রন্দন, বঞ্চিতের হাহাকার,
সবই শুনেছে কবির হৃদয়।
উন্মাদ কবি আজ পথে নেমেছে
ন্যায়ের আলোকে জ্বালাবে ঐক্যর প্রদীপ।
কলম যোদ্ধার কলম হতে
উঠবে আজ স্বাধীনতার বাণী।
হুশিয়ার, হুশিয়ার!
উন্মাদ কবি জেগেছে আজি
অধিকার করিতে আদায়।
হুশিয়ার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য