নীরব রাতে একলা আমি,
নিয়তির টানে ভেসে যাই থেমে থেমে,
বৃথা আশা, সবই মিছে,
শূন্য বুকের গভীরে হারায় মনের দিগন্তে।
নির্বাসিত এই মন,
যেনো কোথাও নেই ঠাঁই,
আলোড়িত স্বপ্নগুলোও মলিন,
বৃথা পথের বাঁকে বাঁকে পড়ে থাকে অজানা হাহাকার।
নিয়তির পাকে ঘুরে ঘুরে
কোথায় থামবো আমি?
কোথায় শেষ হবে এই নির্বাসনের যন্ত্রণা?
নাকি সময়ের সাথে হারিয়ে যাবে আমার সকল প্রত্যাশা।
অবশেষে ফুরাবে রাত,
সেই ভোর কি আসবে কখনো?
নাকি এ জীবনই চিরকাল রবে
নিয়তির নিষ্ঠুর বন্দিশালায়।
নিয়তির নির্বাসন
লেখক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান