যতদিন ছাত্রদের হাতে দেশ,
পথ হারাবে না বাংলাদেশ।
তাদের চোখে আগুনের শিখা,
অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত ধ্বনি,
সত্য আর ন্যায়ের পথিকেরা
স্বাধীনতার পতাকা তোলে,
তারা পথ হারাবে না কখনো,
যতদিন বুকে আছে সাহস।
শক্ত হাতে ধরে রেখেছে রশি,
বাধা ভাঙে যে সকল তরুণ,
মাথা নত হয় না, নত হয় না মন,
দেশের মাটি রাখে হৃদয়ে বুনে।
তাদের আত্মার জ্বালানি,
স্বপ্নের পূর্ণমতি,
বিপ্লবীর রক্তে ভেজা মাটি,
তাদের চেতনায় গড়ে ঘাঁটি।
সত্যের পথে তারা লড়বে,
অন্ধকারে আলো জ্বালবে।
যতদিন ছাত্রদের হাতে দেশ,
পথ হারাবে না বাংলাদেশ।
ছাত্রদের হাতে বাংলাদেশ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য