আমি বুকে বাঁধি নি হিম্মতের বেল,
বিপদের মধ্যে ঢুকি, আমার চিন্তা নেই হেল।
বাইক টা দিছে শ্বশুরমশাই, আব্বা দিছে তেল।

যেতে চাই স্বপ্নের পার, করতে চাই সাধন,
উড়ে যাই গতির সাথে, জেট বিমানের মতন।
বাইক টা দিছে শ্বশুরমশাই, আব্বা দিছে তেল।

আমার মুখে বেদনার স্বাদ ছুয়ে যায় না,
আমি নির্ভয় চালক, পাইলটের চেয়ে বড়।
দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়?
গেলে যাবে বাপ-শ্বশুরের, আমার কিছু নয়।

সবই পেছনে ছেড়ে দিয়ে, জীবনের পথে যাই,
জেগে উঠে নতুন স্বপ্ন, ভাঙ্গে না কোন বাধা।
বাইক টা দিছে শ্বশুরমশাই, আব্বা দিছে তেল।
গেলে যাবে বাপ-শ্বশুরের, আমার কিছু নয়।

বাইক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য