চাঁদের আলো নেমে আসে মায়ার ছোঁয়ায়,  
আইমানের হাসিতে মিশে যায় সোনালি রোদের মিঠে রং,  
শিশির ভেজা ঘাসের মাঝে খেলা করে তার পা,  
মায়ের কোল যেন তার রাজ্যের সিংহাসন।

বুক ভরা স্বপ্ন, চোখে তার অমলিন আলো,  
ভোরের শিশিরের মতো শুদ্ধ আর সরল,  
আইমানের নরম হাত ধরে ছুটে চলা জীবন,  
তাকে ঘিরে তৈরি হয় সব মায়া, সব ভালোবাসার জাল।

হাসির খেলা, খুশির নাচন,  
আইমানের উপস্থিতি যেন স্বর্গের কোন মধুর সুর।  
এই ছোট্ট বাবু, পৃথিবীকে দিয়েছে নতুন রং,  
আইমানের মতো ভালোবাসায় মোড়া জীবন হবে চিরন্তন।

আইমানের হাসি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য