তোমায় দেখেছি শারদ প্রাতে,
নিভৃত বাগানের ফুলে ফুলে,
নকশি পাখায় ভরা তোমার হাসি,
দিগন্তে ভাসে প্রেমের কল্পনা,
মেঘের মাঝে রোদ্দুরের খেলা।
শারদে স্নিগ্ধ রোদে তুমি,
প্রকৃতির কোলে খেলছ বুঁদ হয়ে,
সাদা কাশফুলের হাসি তোমার,
বায়ু জাগে, হৃদয়ে বাজে গান,
তোমায় দেখেছি, অভিসারে ভরা।
নীলাকাশে উড়ে যায় স্মৃতি,
যেখানে তুমি, সেখানে আমি,
প্রতি গোধূলিতে অমলিন তোমার মুখ,
আমার সাথী, আমার পথচলা,
শারদ প্রাতে তোমায় দেখেছি,
মনের কোণে, অমলিন ভালোবাসা।
শারদী প্রেম — মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য