জীবনের প্রতিটা দিনই ঝরা পাতার মত,
একবার ঝরে গেলে আর ফেরে না পথ।
হাওয়ার দোলায় ভেসে যায় দূর,
ফেলে আসে স্মৃতিরা, রঙিন এক সুর।

প্রতিটি সকাল যেন এক নতুন গান,
দিনের শেষে ম্লান হয়ে যায় জান।
যা ছিল আপন, হয় অচেনা ভিড়,
চোখের পাতায় জমে শুধু স্মৃতির নীড়।

ঝরা পাতার কাহিনী বলে এক দৃষ্টি,
বাঁচো প্রতিটি দিন, তাতে হোক সৃষ্ট।
মুঠো ভরা আশা, মন ভরা স্বপ্ন,
তবেই জীবন পাবে তার পূর্ণ সমাপ্তি।

তাই দিনগুলোকে আঁকড়ে ধরো প্রাণে,
ঝরা পাতা নয়, রাখো স্মৃতি মানে।
কারণ এই দিনই তোমার পথের সঙ্গী,
ঝরা পাতার মাঝে লুকিয়ে জীবন জঙ্গি।

ঝরা পাতার দিন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য