দেশের তরে লড়তে গিয়ে হঠাৎ যদি মৃত্যু এসে দাঁড়ায়,
টাঙিয়ে দিও লাল-সবুজের পতাকা আমার কবর গায়।
এই মাটি, এই আকাশ, বায়ু—সবই তো আমার,
প্রাণের বিনিময়ে চাই রেখে যেতে ভালোবাসার।
যুদ্ধ শেষে যদি কেউ এসে খুঁজে আমার নাম,
বলো তাদের—এই মাটি বুকে ধরেছে এক সিংহরাম।
রক্ত ঝরেছে, প্রাণ গেছে, তবু থামেনি লড়াই,
দেশের তরে সব ত্যাগ করেছি—এই ছিলো আমার দায়।
শত্রুর তীক্ষ্ণ তলোয়ারে যদি ফালাফালা হয় বুক,
মা, কেঁদো না তুমি, গর্বের সাগরে ভাসিও সুখ।
আমার রক্তের ফোঁটা মিশে যাবে মাটির সাথে,
তবু দেশের পতাকা উড়বে বিজয়ের পথে।
জানো মা, মরতে আমি ভয় পাইনি কোনোদিন,
দেশের জন্য জীবন দিতে গর্বে ভরেছিল মনপ্রাণ।
তাই লাল-সবুজের পতাকা টাঙিও,
যেন জানি, আমি আছি সবার হৃদয়ে অমলিন, অজেয়!
পতাকার নীচে শুয়ে থাকি, নীরব, চিরকাল,
মৃত্যুর পরও যেনো রয়ে যায় আমার সেই লাল-সবুজের পাল।
মাটি দিয়ে ঢাকা দিলেও, বাতাসে শুনবে সুর,
দেশপ্রেমিকের হৃদয়ে বাজে অনন্তকাল এক সুর।
দেশের তরে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য