ডাক্তারও বলে দিয়েছিলেন কোনো আশা নেই,
আচ্ছা আশা না থাকলে ও মানুষ কি চেষ্টা করেনা!?
আমিও শেষ চেষ্টা করেছিলাম,
যদি আর ক'টা দিন
চিকিৎসা চলতো,
হয়তো বেঁচে যেতাম,
কিন্তু তা হয়নি,
আমার সময় হয়ে এসেছিল।
আমি চলে গেলেও,
আমার আশা বেঁচে থাকবে,
আমার চেষ্টা বেঁচে থাকবে,
আমার স্বপ্ন বেঁচে থাকবে।
আমি জানি,
আমার অনুপস্থিতিতে,
আমার প্রিয়জনরা কষ্ট পাবে,
কিন্তু আমি চাই,
তারা আমাকে কখনো ভুলবে না।
আমি চাই,
তারা আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে,
তারা আমার চেষ্টাকে সফল করবে।
আমি জানি,
আমি একা নই,
আমার মতো আরও অনেকেই আছে,
যারা আশা না থাকলেও চেষ্টা করে যাচ্ছে।
আমি তাদের বলতে চাই,
কখনো থেমে যেও না,
তোমার চেষ্টা অব্যাহত রাখো,
একদিন তুমি সফল হবে।
আশা না থাকলেও - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য