রাজনীতির ইতিহাস—
রক্তের সাথে প্রতারণার ইতিহাস।
স্বপ্নের মাটি রাঙানো লাল,
তবু কেনো বেচে যায় সেই চেতনা,
যার জন্য বলিদান দিলো অরুণ তরুণ!

পথের ধারে পতাকার মতো
লুটায় মূল্যবোধ,
আর ক্ষমতার নেশায় মাতাল নেতারা
ভুলে যায় মুক্তির গান।

দেশ চলে, চেতনা বিক্রি করে,
মাটির ঘ্রাণ হয় দামে বন্দি।
স্বাধীনতার গান এখন বাণিজ্যিক সুরে,
অরুণ তরুণদের রক্তে লেখা ইতিহাস
পড়ার সময় নেই কারও।

তবু রক্তের দাগ মুছে যায় না,
মুছে যায় না অরুণ তরুণের
চোখে দেখা সেই আগুন।
রাজনীতির পৃষ্ঠায় লেখা থাকবে—
প্রতারণা করে যে গড়েছিল সিংহাসন,
তারই পতনে ধসে গিয়েছে সভ্যতার দেয়াল।

অরুণ তরুণের কণ্ঠস্বর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য