এই প্রথম বিদায়, বেদনায় ভরা,
ভালোবাসার স্মৃতি, চোখে জলধারা।
আর ফিরবো না প্রিয়তমা,
বিশ্বাসের বন্ধন, এবার ভেঙে গেল।
মনের আকাশে, কালো মেঘের ঘনঘটা,
স্বপ্নের রঙিন, আঁকা ছবি, সব ধুয়ে গেল।
আর ফিরবো না প্রিয়তমা,
হৃদয়ের গভীরে, শুধু ব্যথার খেলা।
তোমার হাসি, তোমার স্পর্শ,
সব মনে পড়ে, বেদনায় ছুঁয়ে যায়।
আর ফিরবো না প্রিয়তমা,
ভালোবাসার স্মৃতি, বুকে নিয়ে চলে যাব।
নতুন পথে, নতুন সঙ্গী,
নতুন স্বপ্ন বুনবো আমি।
আর ফিরবো না প্রিয়তমা,
ভুলে যাবো সব, মুছে ফেলবো স্মৃতি।
বিদায় বেলায়, শুধু একটা কথা,
ভালো থেকো প্রিয়তমা,
সুখী হও তুমি।
আর ফিরবো না প্রিয়তমা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য