আর না হলে যত্ন করে ভুলেই যেও,
মনের কোণে ধুলো জমে থাকা স্মৃতিগুলো।
ভালোবাসার আঁচড়, প্রেমের কবিতা,
সবকিছু ঝেড়ে ফেলো, মনকে হালকা করে তোলো।

আর না হলে অপেক্ষার বেদনা,
অশ্রুজলের নদী, সব থামিয়ে দাও।
নতুন সূর্যের আলোয়,
নতুন পথে হাঁটতে শুরু করো।

যদি ভাগ্যে না থাকে মিলন,
তবে অন্তত মুক্তি চাই।
বন্ধনের শেকল ছিঁড়ে,
নতুন স্বপ্নের ডানা মেলে উড়ে চলো।

হয়তো কষ্ট হবে, বেদনা হবে,
কিন্তু মনে রেখো,
সময় সবচেয়ে বড়ো ঔষধ।
একদিন সব ঠিক হয়ে যাবে।

তাই আর না হলে যত্ন করে ভুলেই যেও,
মনের কোণে ধুলো জমে থাকা স্মৃতিগুলো।
নতুন জীবনের সূচনা করো,
আনন্দে ভরে উঠুক তোমার জীবন।

আর না হলে যত্ন করে ভুলেই যেও - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য