কতো বারণ, কতো নিষেধ,
বললে তুমি - "এসো না আমার কাছে"।
কিন্তু তোমার টানে,
মন ছুটে এল,
শুধু তোমার কাছে।
কতো অপমান, কতো যন্ত্রণা,
সহ্য করে নিলাম নেহাত,
ভালোবেসে তাই।
তুমি বলেছো - "যাও দূরে",
হতাশ হয়েও মেনে নিলাম,
কেননা তুমিই আমার ভালোবাসা,
তুমি ছাড়া আর কিছুই নাই।
কষ্ট পেয়েও তোমার কাছেই
থাকতে চাই,
কারণ জানি,
তুমিই আমার জীবনের আলো,
তুমিই আমার ভাগ্যের লেখা।
শুধু একবার বলো,
"তুমি আমার",
এই পৃথিবীতে
আর কিছুই চাইব না।
তোমার ভালোবাসার খোঁজে,
ঘুরে বেড়াচ্ছি জীবনের পথে,
কখনো হতাশ,
কখনো আশায় ভরা,
শুধু তোমার কাছেই
পৌঁছাতে চাই।
অপেক্ষার যন্ত্রণা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য