যা কিছু হারাতে হয়,
নিশ্চিত পাবার নয়।
তার বসবাস হৃদয়ে কেনো?
হয়তো সে স্মৃতির রঙে আঁকা
অতীতের কোনো অমলিন ছবি,
যা ঝড়েও মুছে যায় না,
সময়ের ধুলোয় ঢাকা পড়ে না।

হারানো জিনিসেরা বেঁচে থাকে—
চোখের পেছনে,
মনের আয়নায়,
হৃদয়ের কোণে।
যেনো এক অসীম পিয়াস,
যা পূর্ণ হয় না কখনো।

তবু কেনো হৃদয়ে রাখি তাকে?
হয়তো এটাই বাঁচার রীতি,
হারানোর মধ্যেই খুঁজে পাই
এক নতুন অস্তিত্বের ছাপ।
তাকে আঁকড়ে ধরে,
হৃদয় ভরে রাখি শূন্যতা।

হারানো যদি সত্য হয়,
তবে তা ভুলে যাওয়া অসম্ভব।
কারণ যা হৃদয়ে বাস করে,
তাকে মুছে ফেলার ক্ষমতা
মানুষের নেই—
কেবল সময়ের।


যা কিছু হারাতে হয় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য