জীবনের বিনিময়ে ভাত লাগবে কারো?
আমি আর মানুষ হলাম কোথায়?
প্রাচ্যের অক্সফোর্ডে এসেও,
মানসিকতা রয়ে গেল পশুর মতোই!
কোথায় সভ্যতার আলো, কোথায় সে জ্ঞান?
বিচারবোধের স্তম্ভ ভেঙে ফেলেছে আজ,
না হলে কি পেরেতাম,
মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যা?
যে হাত তুলে মানবিকতার প্রতিজ্ঞা করেছিলাম,
সে হাতেই আজ তুলে নিলাম নির্মমতার লাঠি।
অন্যায় নাকি ছিলো তার,
নাকি আমরাই অন্যায়ের চূড়ান্ত শিকার?
জীবনের বিনিময়ে ভাত লাগবে কারো?
এই কি ছিলো আমাদের স্বপ্নের সমাজ?
মানুষ হয়ে আজ আমরা,
মানুষকেই করছি পরাজ।
জীবনের বিনিময়ে ভাত লাগবে কারো? - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য