যারা জোগায় ক্ষুধার অন্ন,
আমরা আছি তাদের জন্য।
যারা চায় আলোর ঝলক,
আমরা আছি তাদের সাথে ।
হাত বাড়িয়ে দাও, প্রিয়,
যারা দুঃখিনী, দু: খিত।
জীবন নতুন করে গড়ি,
ভালোবাসায় ভরিয়ে তুলি।
সময়ের রথে চলা,
দুনিয়া নতুন খোজা।
তাদের জন্য যারা হারা,
আমরা হৈচোই আছি তাড়া।
অশ্রু ঝরুক, যারা ভুক্ত,
দুঃখের অমৃত পান করুক।
আমরা আছি, বন্ধু হয়ে,
আশা জাগাই, প্রেম দিয়ে।
সূর্যের আলো রাঙা,
জীবন হোক অরূপ।
যারা পথে হারিয়ে গেছে,
আমরা আছি তাদের স্নেহ।
আমরা আছি তাদের জন্য - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য