আম্মা যখন হাত রেখে বিদায় বলে যায়,
আলতো চুম্বনে ছুঁয়ে দেয় কপাল,
একটু তাপ, একটু শীতলতা মিশে যায় সেখানে,
কেমন এক অপার মায়া যেন শরীরে ছড়ায়।

বাড়ি যাওয়ার সময়, মুখে স্নিগ্ধ হাসি,
চোখে জমে ওঠে মমতার ভাষা,
আমার সমস্ত ক্লান্তি যেন মুছে যায় এক নিমেষে,
ওই এক চুম্বনে জুড়ে থাকে তার ভালোবাসা।

আমি বুঝি না কেন এতটা ব্যথা হয়,
আম্মা যখন বলে, "যত্ন নিও বাবা,"
অদ্ভুত শূন্যতা এসে জড়ায় হৃদয়,
আর আমি চেয়ে থাকি তার চলে যাওয়া পথের দিকে।

মনে হয়, আম্মার ওই স্পর্শ, ওই চুম্বন
আমার কাছে পৃথিবীর সমস্ত শান্তি,
তার স্নেহমাখা বিদায়ে খুঁজে পাই আমি
জীবনের পরমতম আশীর্বাদ, ভালোবাসার অনুভূতি।

আম্মার চুম্বনে শান্তি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য