আমি একটা বনবাস চাই
যেখানে মানুষ নামে অমানুষ নেই,
শুধু পাখির কলকাকলি, ঝর্ণার কলতান
আর বনানীর মর্মর সুরে মন ভরে যাবে।

আমি একটা স্বচ্ছ হৃদয় চাই,
যে হৃদয়ে আমি ছাড়া অন্য কারো আনাগোনা নেই,
শুধু প্রেমের অমলিন আলোয় ভরে থাকবে।

আমি একটা বনবাস চাই,
যেখানে প্রকৃতির নির্মল স্পর্শে
আমার শরীর ও মন পবিত্র হবে।
আমি একটা স্বচ্ছ হৃদয় চাই,
যেখানে সত্যি, সুন্দর, মঙ্গলের জয়গান বাজবে।

আমি একটা বনবাস চাই,
যেখানে লোভ, ঈর্ষা, ঘৃণার কোনো স্থান নেই,
শুধু ভালোবাসার আকাশে মন উড়ে যাবে।

আমি একটা স্বচ্ছ হৃদয় চাই,
যেখানে আল্লাহর অমলিন আলো প্রতিফলিত হবে।
বনবাসে আমি খুঁজে পাবো,
আমার হারিয়ে যাওয়া নিজেকে,
আমি খুঁজে পাবো,
আমার স্বচ্ছ হৃদয়কে।


আমি একটা বনবাস চাই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য