আমায় এভাবে ভুলে যাবে তুমি,
ভাবতেই পারিনি।
কি অবলীলায় ভুলে গেলে তুমি,
স্মৃতির মুহূর্ত মুছে দিলে।
হৃদয়ের দরজায় কড়া নাড়ে,
অতীতের স্মৃতি।
চোখের কোণে জমে ওঠে,
অশ্রুর বর্ষণ বর্ষিতি।
তোমার স্পর্শের উষ্ণতা,
আজও মনে হয়।
তোমার কন্ঠস্বরের মধুরতা,
আজও কানে ভাসে।
কি করে ভুলে যাবে তুমি,
এই ভালোবাসা।
কি করে মুছে ফেলবে তুমি,
সেই সুন্দর স্বপ্নের আঁকা ছবি।
হয়তো কখনো বুঝবে না,
এই বেদনার তীব্রতা।
হয়তো কখনো শুকিয়ে যাবে না,
এই চোখের জলের ঝর্ণা।
তবুও আশা করি,
কখনো একদিন ফিরে আসবে তুমি।
মুছে ফেলবে মনের কালো মেঘ,
আবার হবে আলোর নতুন সূচনা।
আমায় এভাবে ভুলে যাবে তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য