মনের ভেতর জমে ছিল কথা,
কিছু বেদনা, কিছু আশা।
চোখের কোণে জমে ছিল জল,
হৃদয় ছিল অস্থির, অস্থির মন।
কিছু বলতে চেয়েছিলাম,
কিন্তু কথা বের হচ্ছিল না।
ভাবনার জগতে হারিয়ে ছিলাম,
বাস্তবতা মনে হচ্ছিল না।
চারপাশ ছিল নিস্তব্ধ,
শুধু শোনা যাচ্ছিল নিজের শ্বাস।
মনে হচ্ছিল যেন থেমে গেছে সব,
শুধু আমিই ছিলাম অবশিষ্ট।
কথাগুলো বেরিয়ে এলো একটু একটু করে,
যেন ফুটে উঠলো বন্ধুর প্রাণ।
মনের ভার হালকা হলো,
মনটা হলো শান্ত।
জানি না কে শুনলো আমার কথা,
হয়তো শুনেছে চাঁদ, হয়তো শুনেছে তারা।
কিন্তু মনে হলো যেন পেয়ে গেছি শান্তি,
জীবন আবার হয়ে উঠলো সুন্দর।
আমার কিছু কথা ছিল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য