মেঘে কাঁপছে আকাশ,
আমার চোখে জলে বৃষ্টির অবিলাস।

কবিতা হতে চাই আমার দুঃখ,
সাজিয়ে রেখো সব ক্ষণের ক্যানভাস।

কবিতা হতে চাই আমার অস্তিত্ব,
প্রতিটি শব্দে ছুঁয়ে নেব হৃদয়ের কষ্ট।

কবিতা হতে চাই আমার ভাষা,
কবি করবে বিবেকের সাথে খেলা।

দুঃখ কবিতা রয়েছে শব্দের ব্যবহার,
মন খুঁজে বেড়ায় দুঃখের শহর।

আমার দুঃখ গুলো কবিতা হতে চায় - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য