কান্না পেলে খবর দিও -
মুছে দেবো জল।
সযত্নে রাঙিয়ে দেব তোমার আলতো চরণ।
একা লাগলে বলো তুমি-
একাকীত্ব গুছিয়ে দিব হবে অবসান।

ঘনিয়ে যখন আসে আঁধার
দূর পাহাড়ের বনে,
মুখটা রেখে বুকের উপর;
বলছে কানে কানে —

'হারিয়ে যদি যাই কোনোদিন
আঁধার রাতের কোলে,
আমায় তুমি নিয়ো খুঁজে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।'

রাঙা মনের; রঙিন মেয়ে
একটু হেসে তাকায়,
ভালোবাসার আলিঙ্গনে
দু-চোখে ডুব দেয়।

আলতো চরণ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য