এক আলসেমি ভরা সকালে
আড়মোড়া ভাঙা শরীরে,
গরম চায়ের কাপের মতো
তোমার আলিঙ্গনের অপেক্ষায়!
ঢিমে তালে মিলিয়ে যাওয়া
ধোঁয়ার মতো নয় —
ছলাত-ছল ছন্দ হয়ে, সারা ধমনীতে
মৃদু অথচ তীব্ৰ স্পন্দন হওয়ার অপেক্ষায়!
আলসেমি সকাল - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য