বিষাদগ্রস্ত এই নগরীতে,  
নিভৃতে তবু স্বপ্ন রচি,  
অন্ধকারে ডুবে থাকে যত,  
আলো হয়ে আসো, তুমি মমতাময়ী।

ফুল হয়ে এসো আমার শহরে,  
খুঁজি তোমায়, স্বপ্নের কোণে,  
বসন্তের বাতাসে ভেসে,  
আনন্দের বন্যায় মোর মন ভরে।

নিস্তব্ধ রাতের নীলে,  
তোমার গন্ধে মাতাল করি,  
এই বেদনাভরা হৃদয়কে,  
তুমি মধুর স্বপ্ন দিয়ে ভরি।

বিষাদগ্রস্ত এই নগরীতে,  
তোমার ছোঁয়ায় জাগে প্রাণ,  
ফুল হয়ে এসো আমার শহরে,  
তোমার ভালোবাসায় বাঁচি তবু প্রতিক্ষণ।

আলো হয়ে এসো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য