আমার খুব হাসি পায়,
যখন দেখি অন্যের ঘর পুড়ছে আগুনে।
তাদের দুঃখের ছাই মেখে
কেউ কেউ নিজেকে বড় দেখায়।
আমার খুব হাসি পায়,
যখন শুনি কেউ কেউ বলে,
"ওরে! তার ঘরে আগুন লেগেছে!"
অথচ নিজের ঘরের ফাটল ঢাকে
মিথ্যার পর্দা দিয়ে।
আমার খুব হাসি পায়,
যখন মানুষ ভুলে যায়,
আগুনে পোড়া গন্ধ সবার কাছেই পৌঁছায়।
তুমি, আমি—কেউই মুক্ত নই,
তবুও কেউ সুখ খোঁজে পরের বিপদে।
আমার খুব হাসি পায়,
কিন্তু সেই হাসি গভীর শূন্যতা,
একদিন যখন নিজের ঘরেই আগুন লাগবে,
তখন কি সে হাসতে পারবে?
তোমার ঘর, আমার ঘর—
সবই এক ছাদের নিচে।
অন্যের ঘর পুড়লে,
আসলে পুড়ে যায় সবারই কিছুটা।
তবু হাসি পায়,
মানুষের বেখেয়াল মন দেখে।
পৃথিবী আগুনে জ্বলুক,
মানুষ হাসিতেই ডুবে থাকে!
উৎসর্গ : আমার সখা উজ্জ্বল মুহাম্মদ কে যার জন্য আমার ক্ষুদ্রতম চেষ্টা।
সবই এক ছাদের নিচে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য