প্রিয় আব্বা,
আমি জানিনা এই অন্ধকার কবরে আপনি ২৩/২৪ টা বছর কেমন করে আছেন।
আচ্ছা আব্বা আপনার কি আমাদের রেখে একা একা অন্ধকার কবরে থাকতে খারাপ লাগে না?
কষ্ট হয় না বুঝি আপনার?
জানেন আব্বা জীবনের প্রতিটি মুহুর্তে আপনার কথা মনে পড়ে আমার!
মাঝে মধ্যে খুব করে কাঁদি আব্বা একা একা শুয়ে থেকে।
আমার বড্ড আফসোস হয় জানোন আব্বা? জন্মের পর তো আপনাকে আব্বা, আমার আব্বা বলে ডাকতে পারি নি।
আব্বা আপনি কি আকাশ থেকে আমার ডাক শুনতে পান?
আব্বা, আমার আব্বা।
তখন কি আপনার মন খারাপ হয় আমাদের জন্য? ইচ্ছে হয় না আমাদের কে বুকে টেনে নিতে আব্বা?
আজকের মতো কোনো এক বৃষ্টিভেজা দিনে ১৭ ই আষাঢ় আমাদের রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন।
সেই থেকে আর কখনও দেখিনি আপনাকে।
যখন কথা বলতে পারি তখন আপনি নেই দুনিয়ায় । আমার আব্বা, আব্বা ডাক আর আপনাকে শুনাতে পারি না।
জানেন আব্বা আপনি যে শাহিনুর কে ৭ মাসের কোলে রেখে চলে গিয়েছিলেন অন্তহীন যাত্রায় সেই শাহিনুর, আব্বা আজ অনেক বড় হয়েছে।
আপনি থাকলে অনেক খুশি হতেন। আমাদের নিয়ে অনেক গর্ব করতেন।
আব্বা, আমাদের জন্য ঔই দূর আকাশ হতে দোয়া করবেন।
"রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা" হে দয়াময় মহান আল্লাহ ,আপনি আমার আব্বা কে জান্নাতুল ফেরদৌস এ দাখিল করে দেন । আমিন ।
ইতি -
আপনার আদরের সন্তান।