আকাশ জানুক আমি তোমায় ভালোবাসি,
বাতাসে প্রতিধ্বনি হোক ভালোবাসি ভালোবাসি,
তোমার করা প্রতিটি চুম্বন জাগায় মনে শিহরণ,
তোমার আঁখির মতন জলে বাসি, ভালোবাসি, ভালোবাসি।

তোমায় বুকে মাথা রাখি জীবনের সাথী,
নদীর ধারার মতো বহি চলা, মিলন মেলা,
এ প্রেমের সঙ্গীনি, এ আদরের বন্ধন,
তুমি আমার, আমি তোমার, প্রেমের এ অমিল বন্ধন।

চাঁদের কোলে রাখি তোমার সকল স্বপ্নের কথা,
জ্যোৎস্না রাতের মতন তোমার প্রেমে আমি ভাসা ,
তোমার সাথে জীবনের এই অপরূপ যাত্রা,
আকাশে জনুক আমি, তোমায় ভালোবাসি,
ভালোবাসি অমিত্রা।

আকাশ জানুক প্রেমগাথা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।

#কাব্য