আজকাল নেশার মতো
বুদ হয়ে যায় এক কাপ কফি!
ব্লাক কফি, আলতো হাসি

সকালে ঘুম থেকে উঠে
এক চুমুক কফিতে
যেন সব ক্লান্তি দূর হয়ে যায়
মন ছুটে যায় দূরে

কফির গন্ধে
ঘুমন্ত মন জেগে ওঠে
কফির স্বাদে
জীবন হয়ে ওঠে সুন্দর

ব্লাক কফি, আলতো হাসি
আজকাল নেশার মতো
বুদ হয়ে যায় এক কাপ কফি!

#ইদানীং ব্ল্যাক কফির প্রেমে পড়ে গেছি 🥀

আজকাল নেশার মতো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য