শীত কি চলে এসেছে?  
স্নিগ্ধ ভোরে কুয়াশা আগাম জানান দিচ্ছে;  
শীত এসেছে চলে!  
শীতল হওয়া প্রাণে দেয় দোলা  

কাঁকড় পাতার মিলনে  
ফেলে আসা কোন কথা বুনে  
প্রিয়ের দেয়ালে রঙের মেলা বুনে  
শীত কি আমাদের কাছে আসে ফিরে।  

কনকন শীতের পানি  
পাখির কোলাহল মিশে আছে ,  
হঠাৎ একা একা লাগে সব খানে,  
আসতে আসতে জমে উঠে আমাদের মনের মানিক।  

একাকি সন্ধ্যে শীতল বাতাসে  
ভাসা যায় কোন অজানা দেশে,  
ক্লান্তির মাঝে তাপের হাসির মেশে,  
জীবনের পাতায় জমে থাকে কোন ভিন্ন রেশে।  

স্নিগ্ধ করে তুলে ধরে শীতের কমল  
প্রাকৃতিক সৌন্দর্যে মন হয় কেমন খোল,  
এই শীতের দিনে কেন মিথ্যে বল,  
বিষাদ ও আনন্দের মাঝে বেড়ায় জীবনের ঢল।  

শীতের বিকেলে ঢেউয়ের শব্দ  
মনে জাগায় এক প্রকাশ্য অব্যক্তির অবরোধ,  
মনের কণ্ঠে করে তুলে দেয় শীতের গানের স্বরধ,  
অজানা এক পথে আমাদের নেই কোন অপরাধ।  

শীতের আকাশে তারা জ্বলে  
মন আনে কোন অপরূপ বলে,  
শীতের আগমনে মন ভাসে আরও কিছু গল্প বলে,  
জীবনের চাকা ঘুরে চলে নতুন কোন গল্প রোলে।  

শীতের এ যে আগমন, মনে জাগায় বিপুল ভালোবাসা,  
প্রকৃতির স্নিগ্ধতা, মনের ভিতরে বসে যায় কাঁপা,  
এই কান্না ও হাসির মেলা, জীবনের মাঝে দেয় জ্বলা,  
শীত কি চলে এসেছে, বলে জাগায় এক অবিকল আশা।  

আগমনী শীত - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য