প্রিয়তমা,  
তোমার চোখের গভীরতায় ডুবতে গিয়ে,  
আমার হৃদয় যেন এড্রেনালিনে ভাসলো।  
প্রতিটি শ্বাসে তুমি,  
প্রতিটি নিঃশ্বাসে তোমার ছোঁয়া।  

আমার রক্তে তোমার নাম লেখা,  
তোমার হাসির ঝলকে আমার বেঁচে থাকা।  
তোমার শব্দে মুগ্ধ আমি,  
তোমার স্পর্শে যেন সৃষ্টি হলাম নতুন।  

তুমি এক ঝড়,  
যা তছনছ করে দেয় মন।  
তোমার ভালোবাসায় আমি হই পূর্ণ,  
তোমার অভিমানে শূন্য।  

প্রিয়তমা,  
এই এড্রেনালিনের ঝড় যেন থামে না,  
তোমার মায়াবী অস্তিত্বে  
আমার জীবনের গান যেন গাওয়া হয় চিরকাল।  

এড্রেনালিনের ঝড়  - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য