তার চোখ, কি অদ্ভুত সুন্দর চোখ,
যেনো সাগরের গহীন নীল,
তাতে মিশে আছে রাতের আকাশ,
তারা ভরা এক স্বপ্নিল।
কি মায়া, ঐ চোখে আমি আমায় দেখি,
নিঃশব্দে ডুবে যাই তার গভীরে,
সেখানে আমি খুঁজে পাই আমার ছায়া,
অন্তরের সেই গোপন ভীড়ে।
তার চোখে আছে এক অমোঘ টান,
যা আমায় টেনে নেয় তার কাছে,
সেই চোখের মায়ায় আমি হারিয়ে যাই,
আমার হৃদয়টা তার মায়ায় বাঁধে।
তার চোখে দেখি আমি আমার প্রতিচ্ছবি,
একটি নীরব গল্পের শেষ নেই,
সেই চোখেই আমি হারাই আবার খুঁজে পাই,
অদ্ভুত সুন্দর সেই চোখ, আমায় মোহিত করে রাখে।
অদ্ভুত সেই চোখ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য