একাকীত্বে অবেলায় আমার মৃত্যু হোক,
চুপচাপ জমানো যাক এ পৃথিবীর শোক।

সমাজ ব্যবস্থা, তোমার দোলাদোলি রাঙা,
আমাকে নিয়ে তুমি কর না আর গান?

আমি চাই শান্তি, আমি চাই নিরাপত্তা,
মৃত্যুর পর আর কিছু চাই না।

সমাজের চক্ষু বন্ধ করে চলো,
আমার অবসানে, করোনা কোন মিছিল।

আমি চৈতন্যে থেকে যাব অচেতনে,
সমাজ ব্যবস্থা,তোমার শোক থেকে মুক্তি পেতে।



অচেতন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য