আব্বারে দেহি না কতকাল,
হেয়ও আমারে দ্যাহে না।
আব্বা, তুমি কি জানতো না?
এতিমের দু:খ কষ্ট।
আব্বার কথা, সেই হাসি,
আমার প্রতিদিন মনে পড়ে।
এতিম হওয়ার কি কষ্ট জানি,
আমার চোখের ঝরে শোক।
জীবনের সব মোড় তে,
তোমার অভাব আমায় ছোঁয়ায়।
আব্বা, তুমি কি জানতেন না?
এতিম হওয়ার কি কষ্ট?
তয় ক্যান চইলা গেলেন।
সবার মাঝে একা হয়ে যাই,
অন্ধকারে কেউ ডাহে না।
আব্বা, তোমার অভাবে আমি,
শূন্যে পড়ি, কিছু ভালো লাগে না।
তোমার স্মৃতি আমার চোখে,
অবিরাম বৃষ্টির মত ঝরে।
আব্বা, ফিরে আসো আমার পাশে।
আব্বারে দেহি না কতকাল - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য