ফুলের মত নারী! স্বাধের নারী রূপবতী।
এই যে তোমায় ভালোবাসি..
ভালোবাসি, ভালোবাসবে ব্যস এতটুকুই!

তুমি যেমন আছো তেমনই থাকো,
আমার ভালোবাসায় বাঁধা না পড়ো।
নিঃস্বার্থ এই প্রেমের ছোঁয়ায়,
তুমি যেন চিরদিন তেমনি রয়ো।

নির্জনে বসে, ভোরের বাতাসে,
তোমার কথা ভাবি একা।
ফুলের সুবাসে, হৃদয়ে ভাসে,
তোমার মুখখানি যেন অম্লান থাকে।

তুমি আমার চাওয়াতে থেকো না,
থেকো আমার প্রার্থনায়, নিরবে!
ভালোবাসা শুধুই ভালোবাসা হোক,
তোমায় চেয়ে চেয়ে নয়, তুমি থাকো আলোকে!

স্মৃতির পাতায় শুধু তোমার নাম,
আর এই ভালোবাসার গল্প।
আমার হৃদয়ের গভীরে গাঁথা,
তুমি চিরদিন থেকো আমার প্রেরণা হয়ে।

ফুলের মত নারী, স্বাধের নারী রূপবতী,
ভালোবাসি তোমায়, ভালোবাসি এতটুকুই!
তুমি থেকো দূরেই, কিন্তু কাছের ছোঁয়ায়,
তোমার অস্তিত্বই আমার পূর্ণতায়।

স্বাধের নারী রূপবতী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য