তোমার সাথে আমার দেখা হোক
রুপালী হাওয়ায় বন কাঞ্চন দ্বীপে,
সবুজের মাঝে আলোর খেলা,
তুমি আর আমি—সাগরের ঢেউয়ের মতো নীরব।
বোটানিক্যাল গার্ডেনের আকাশে
কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশান্ত প্রান্তর,
কিংবা বকুল বাগানে মিষ্টি সুবাসে,
তোমার সাথে আমার দেখা হোক নিভৃত নির্জনে।
গাব গাছের নিচে ধীর পায়ে হাঁটা
হাতে হাত রেখে দু’জনের পথ চলা,
মনোরম পরিবেশে যেন মুছে যায় সব দূরত্ব,
তুমি আর আমি হারিয়ে যাই এক অবিরাম ছন্দে।
বাশ জারের নিচে আবার দেখা হোক,
শান্ত নদীর কুলে আমাদের কথার জোয়ার,
তোমার সাথে প্রতিবারের দেখা যেন
নতুন করে লেখে এক অনন্ত গল্প।
একদিন বোটানিক্যাল গার্ডেনে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য