কাঁঠাল তলায় বসে তুমি,
নিবিড় ছায়ায় হারাও,
এক কাপ কফি হাতে ধরে,
তোমার মুগ্ধ চোখে স্বপ্ন জমাও।
কবিতার বই খোলা তোমার কোলে,
শব্দেরা যেনো সুর তোলে মনের মাঝে,
প্রতি পাতায় তুমি খুঁজে পাও জীবন,
প্রেম আর অশ্রুর অদ্ভুত সাজে।
কফির ধোঁয়া ওঠে ধীরে,
যেনো কবিতার পঙক্তির মতো,
তোমার হৃদয়ে আনে উষ্ণতা,
আর মন ছুঁয়ে যায় ক্ষণিকের মতো।
কাঁঠাল গাছের পাতায় বাতাস বাজে,
তোমার মনে নীরব এক গান,
প্রতিটি শব্দে খুঁজে পাও শান্তি,
কবিতার ছন্দে আঁকা এক সুন্দর প্রাণ।
তুমি আর কফি, কবিতার বই,
কাঁঠাল তলায় বসে আছো,
মনের ভেতরে জন্ম নিচ্ছে বৃষ্টি,
যা কেবল কবিতার পাতায় ফোটে।
এভাবেই যেনো তুমি হারাও,
কাঁঠাল তলায় প্রতিদিন,
এক কাপ কফি, আর কবিতার বই,
তোমার মনে ছুঁয়ে যায় অদৃশ্য চিন।
কাঁঠাল তলায় এক কাপ কফি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য