আমি বললাম, "আমি ব্যর্থ!"
আল্লাহ বললেন, "বিশ্বাসীরা সফল হয়!"

আমি বললাম, "আমার জীবনে শুধু কষ্ট!"
আল্লাহ বললেন, "নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে!"

আমি বললাম, "কেউ আমাকে সাহায্য করে না!"
আল্লাহ বললেন, "মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব!"

আমি বললাম, "আমি দেখতে কুৎসিত!"
আল্লাহ বললেন, "আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতি দিয়ে!"

আমি বললাম, "আমার মন ভেঙে গেছে!"
আল্লাহ বললেন, "আমার স্মরণে শান্তি রয়েছে!"

আমি বললাম, "আমি একা!"
আল্লাহ বললেন, "আমি তোমার সাথে আছি!"

আমি বললাম, "আমি হতাশ!"
আল্লাহ বললেন, "নিরাশ হয়ো না, আমার রহমত অপরিসীম!"

আমি বললাম, "আমি আর পারছি না!"
আল্লাহ বললেন, "তোমার জন্য আমি যথেষ্ট!"

বিশ্বাস ও ধৈর্যের আলোয়,
আমি পেলাম আশার গান।
আল্লাহর প্রেমে নিমজ্জিত হয়ে,
পেলাম শান্তির সন্ধান।


বিশ্বাসীর সংলাপ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য