আঠারো থেকে তেইশ,
টগবগে রক্ত সতর্ক জোয়ান;
এখুনি হতে পার পূর্ণ অথবা ধ্বংস।
চারপাশে তোমার নেশার বসবাস,
অমুক নেশা, তমুক নেশা
নারীর নেশা মহা নেশা।

একবার পরে গেলে ফাঁদে
জনম যাবে কেঁদে, সাবধান জোয়ান।
মাথা থেকে ঝেড়ে ফেলো সব নোংরা চিন্তা,
ওগুলো ভালো নয়, লক্ষ্য বিচ্যুতি কারন।

তুমি অনেক ভালো, তুমি আগামী,
তুমিই গড়বে সবুজ সুফলা বাংলাদেশ।
আঠারো থেকে তেইশ,
টগবগে রক্ত সতর্ক জোয়ান;
তুমি হবে মহীয়ান।

আঠারো থেকে তেইশ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য